Back to Overview

Write a program to check whether a number is positive, negative or zero

Posted 2 years ago

এমন একটি প্রোগ্রাম লিখতে হবে, যা প্রথমে ইউজার এর কাছ থেকে একটি নাম্বার ইনপুট নিবে এবং এটিকে num নামক variable এ assign করতে হবে। তারপর চেক দিতে হবে, যদি নাম্বারটি ০ হয় তাহলে "Zero" প্রিন্ট করতে হবে। যদি নাম্বারটি ০ এর চেয়ে বড় হয় তাহলে "Positive" প্রিন্ট করতে হবে। আর যদি ০ এর চেয়ে ছোট হয় তাহলে "Negative" প্রিন্ট করতে হবে।

sample-1 input:

10

sample-1 output:

Positive

sample-2 input:

0

sample-2 output:

Zero

sample-3 input:

-2

sample-3 output:

Negative